বন্ধুরা, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
মধ্য-সাবান বা লাইলাতুল বরাত বা শবে বরাত হচ্ছে হিজরি সা-বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলমানদের খুবই গুরুত্বপূর্ণ রাত। Shab E Barat 2023 in Bangladesh.
শবে বরাত কবে |
এই রাতে মহান আল্লাহ তার বান্দাদেরকে দু"আ কবুল করেন এবং ক্ষমা করেন। শবে বরাত রাত এর তাৎপর্য হলো ক্ষমা প্রার্থনার রাত বা মুক্তি লাভের রাত।
এখানে রয়েছে শবে বরাত ২০২৩ (Shab E Barat 2023) এর সঠিক তারিখ। জেনে নিন শবে বরাত ২০২৩ কবে অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়গুলো: ওমানে ঈদ কবে শুরু হতে যাচ্ছে ২০২৩
বাংলাদেশে ২০২৪ সালের শবে বরাত কবে
শবে বরাত ২০২৩ মার্চ মাসের ৮ তারিখে পালন করা হতে পারে। অর্থাৎ ৮-ই মার্চ ২০২৩ তারিখে শবে বরাত শুরু হবে। বাংলাদেশের সময় অনুযায়ী এই তারিখেই সারা দেশে শবে বরাত পালন করা হবে।
Shab E Barat kobe 2023:
শবে বরাত ২০২৩ সালের এই দিন হলো বাংলাদেশের সরকারি ছুটির দিন। চাঁদ দেখা বা না দেখার কারণে মাঝে মধ্যে সময়ের কিছুটা তারতম্য হতে পারে, এমন কিছু হলে অবশ্যই আমাদের সাইটে আপডেট করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
শেষ কথা: বন্ধুরা, আজকের Post এ শেয়ার করা হয়েছে, ২০২৩ সালের শবে বরাত কবে। অর্থাৎ Shab e Barat 2023 in Bangladesh এর তারিখ। আশা করি আজকের ব্লগ পোস্ট আপনাদের অনেক উপকারে আসবে।
ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এরকম আরও নিবন্ধ পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।