প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চায় বাংলাদেশ থেকে দুবাই এর দূরত্ব কত কিলোমিটার! জেনে নিন "Distance from Bangladesh to Dubai" বাংলাদেশ থেকে দুবাই কত কিলোমিটার। গত নিবন্ধে প্রকাশ করা হয়েছে "বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার | Distance from Bangladesh to কাতার"।
দুবাই থেকে বাংলাদেশের দূরত্ব
প্রশ্ন: দুবাই থেকে বাংলাদেশ এর দূরত্ব কত? অথবা বাংলাদেশ থেকে দুবাই এর দূরত্ব কত কিলোমিটার? দুবাই থেকে বাংলাদেশে যেতে কত সময় লাগে জেনে নিন।
উত্তর: গুগল ম্যাপের তথ্য মতে, দুবাই থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে দুবাই এর দূরত্ব হলো ৩,৫৪৩ (km) কিলোমিটার। Dhaka থেকে Dubai ফ্লাইট বা আকাশ পথে যাতায়াতে ৫ ঘন্টা ৩৩ মিনিটের মত সময় লাগে। উপরের ছবিতে দেখুন দুবাই মানচিত্র থেকে বাংলাদেশ এর মানচিত্র পর্যন্ত। দুরত্বের ম্যাপ দেখানো হয়েছে।
আরো পড়ুন: ঢাকা, বাংলাদেশ টু দুবাই বিমান ভাড়া।