IPL 2024: ২৫ মার্চে শুরু হওয়ার সম্ভাবনা, সর্বমোট ম্যাচ ৭৪টি | ২০২৩ আইপিএল

IPL 2024: ২৫ মার্চে শুরু হওয়ার সম্ভাবনা, সর্বমোট ম্যাচ ৭৪টি | ২০২৩ আইপিএল

IPL 2024: এর সম্ভাব্য নিলামের তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। বিসিসিআই থেকে জানানো হয়েছে ১৬ ডিসেম্বর হলো IPL 2023 এর সম্ভাব্য নিলাম তারিখ। 

আরও জানানো হয়েছে (২০২৩ আইপিএল) এবারের আসরে সংক্ষিপ্ত নিলাম হবে। 

কারণ গত মৌসুমে মেগা নিলাম হয়েছে।

IPL 2023 Bangladesh

বন্ধুরা "BCCI" ২০২৩ সালের আইপিএল মিনি নিলামের (IPL 2023 Auction) সময় হিসেবে 16 December দিনটিকে ২০২৩ আইপিএল নিলামের সম্ভাব্য দিন হিসেবে বিবেচনা করেছে। 

করোনার প্রভাবে গত আইপিএলে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু এখন করোনার প্রভাব কেটে গিয়েছে, Ipl 2023 শুরু হবে পুরনো ধমে। 

২০২৩ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হলো ২৫ মার্চ ২০২৩Ipl 2023 এ সর্বমোট ম্যাচ হতে যাচ্ছে ৭৪ টি। 

বর্তমান সর্বশেষ বিজয়ী দল হলো গুজরাট টাইটানস। এটি হলো IPL 2023 এর সম্ভাব্য তারিখ যে কোন সময় এই সময় পরিবর্তন বা আপডেট হতে পারে। 

খেলার সময় পরিবর্তন হলে আমরা এখানে আপডেট করে দিব।

অন্যান্য: শবে বরাত কবে ২০২৩

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন