প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।
আজকের পোষ্টে শেয়ার করেছি বাংলাদেশ থেকে সৌদি আরবের সঠিক দুরত্ব (Distance from Bangladesh to Saudi Arabia flight)।
অর্থাৎ আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন, সৌদি থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে সৌদির বিমান পথের সঠিক দুরত্ব (How far is it from Bangladesh to Saudi Arabia?)।
বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব
বন্ধুরা, বাংলাদেশ থেকে সৌদি আরব এর দুরত্ব হলো ৪,৫৮৪ কি. মি. বা কিলোমিটার। বাংলাদেশ টু সৌদি আরবের দুরত্বের এই হিসেবটি সরল বিমান পথের হিসেবে পরিমাপ করা হয়েছে।
অর্থাৎ সোজা বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব চার হাজার পাঁচশত চুরাশি কি. মি.। নিচের পিকচার ম্যাপ দেখে সহজেই বুঝে নিতে পারবেন:
bangladesh to saudi arabia distance by flight
বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে বিমানের সাহায্যে সৌদি আরবে পৌঁছাতে দুই ধরনের বিমানের টিকিট ব্যবহার করা যেতে পারে। যেমন ট্রান্সফার বা পরিবর্তনসহ বিমানে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশ টু সৌদি যেতে ৭ ঘন্টা ৩৪ মিনিটের মতো লাগে৷
অন্যদিকে ডাইরেক্ট বা সরাসরি বিমানের টিকিট দিয়ে, মাত্র ৬ ঘন্টা ৪০ মিনিটের মধ্যেই বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া যায়।
এক্ষেত্রে ট্রান্সফার বিমান হলে কয়েকটি দেশে বিরতি নিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সরাসরি বা ডাইরেক্ট বিমান দিয়ে গেলে থামা থামি নেই।
বিষয়টা অনেকটা লোকার বাস এবং টিকিটের ডাইরেক্ট বাস এর মতো আরকি।
ঢাকা থেকে সৌদি আরব ফ্লাইট এর দূরত্ব কত
ঢাকা বিমানবন্দর থেকে সৌদি রিয়াদ বিমানবন্দরে যেতে আকাশপথের দূরত্ব হলো 4407 কিলোমিটার। ঢাকা টু রিয়াদ যাওয়ার জন্য সবচেয়ে কম সময়ের ফ্লাইট ব্যাবহার করলে ৬ ঘন্টা ১৫ মিনিট সময় ব্যায় হতে পারে।
ঢাকা টু রিয়াদ ফ্লাইটের Airport Code হলো Dhaka-DAC এবং Riyadh-RUH তথ্য গুলো সর্বশেষ গুগল এর উপকারী ফলাফল থেকে নেওয়া।
উপসংহার: বন্ধুরা আজকের নিবন্ধে শেয়ার করা হয়েছে বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কত। আশা করি সঠিক উত্তরগুলো পেয়েছেন।
আশা করি আজকের আর্টিকেলটি আপনার অনেক উপকারে এসেছে। যদি post টি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।
এরকম আরও নতুন সব বাংলা তথ্য পেতে TakarRate.Com সাইটের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।