বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আজকের নিবন্ধ থেকে জানতে পারবেন (How to Check Mobily Number, MB, Offer)।
জেনে নিন মোবাইলি সিমের নাম্বার, এমবি এবং অফার কিভাবে চেক করতে হয়। আজকে দেখাবো, মোবাইলি সিমের নাম্বার, এমবি, অফার চেক করার সঠিক নিয়ম।
আরো দেখে নিন: মোবাইলি সিমের অফার ইন্টারনেট অফার & মিনিট অফার।
|
মোবাইলি সিমের নাম্বার চেক |
গত নিবন্ধে আপনাদের দেখিয়েছিলাম জেন সিমের নাম্বার চেক কোড। আজকে শেয়ার করবো মোবাইলি সিমের নাম্বার চেক Code যা আপনার জন্য খুবই উপকারে আসবে ।
বন্ধুরা মোবাইলি (Mobily) হলো সৌদি আরবের খুব জনপ্রিয় একটি সিম কার্ড কোম্পানি। বাংলাদেশের অধিকাংশ প্রবাসী জনগণ Saudi Arab এর এই মোবাইলি সিম ব্যবহার করে থাকেন।
তাই এই সিমের নাম্বার চেক কোড জানা অবশ্যই খুব প্রয়োজন হয়।
মোবাইলি সিমের নাম্বার চেক করার কোড
বন্ধুরা মোবাইলি সিমের নাম্বার চেক করতে প্রথমেই আপনার ফোনে সিমটি সঠিক ভাবে চালু করুন। এরপর নেটওয়ার্ক আসলে কলিং অপশন বা ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করুন *222#।
Friends, to check the Mobily SIM number, first activate the SIM correctly in your phone. Then go to the calling option or dial pad when the network is active and dial *222#.
এরপর এই কোডটি কল রিকুয়েষ্ট করার সাথে সাথেই আপনার ফোনে মোবাইলি সিমের নাম্বারটি ভেসে ওঠবে। এইভাবেই আপনি যে কোন মোবাইলি (Mobily) সিমের নাম্বার চেক করতে পারবেন।
প্রশ্ন: (What is the code to check Mobily sim number) মোবাইলি সিমের নাম্বার চেক করার কোড কি?
উত্তর: (Mobily sim number check code is *222#.) মোবাইলি সিমের নাম্বার চেক করার কোড হলো *222#।
মোবাইলি সিমের ব্যালেন্স/টাকা চেক
*1411# হলো মোবাইলি সিমের টাকা বা ব্যালেন্স চেক করার কোড।
মোবাইলি সিমের টাকা বা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন কোডঃ *1411#। এর code দিয়ে কল করলেই আপনি আপনার Mobily সিমের নাম্বার দেখে নিতে পারবেন।
মোবাইলি সিমের এমবি চেক কোড
মোবাইলি সিমের এমবি চেক করার কোড হল: *1411*1#। মোবাইলি সিমের এমবি চেক বা ইন্টারনেট ব্যালেন্স, ডাটা check করতে আপনার ফোন থেকে ডায়াল/কল করুন কোড: *1411*1#।
শেষ কথা: প্রিয় বন্ধুরা, আজকের নিবন্ধ লিখার মাধ্যমে আপনাদের শেয়ার করেছি মোবাইলি সিমের নাম্বার চেক করার কোড।
আশা করি আজকের তথ্য গুলো আপনাদের উপকারে আসবে। এরকম দারুণ সব নিবন্ধ পেতে আমাদের TakarRate সাইটের সাথেই থাকতে পারেন।
মোবাইলি সিমের অফার
সবাইকে স্বাগতম! বন্ধুরা, আজকের পোষ্টের শিরোনাম হলো "মোবাইলি সিমের অফার" যাচাই সম্পর্কে। অতএব, এখানে পাচ্ছেন মোবাইলি সিমের ইন্টারনেট অফার এবং এমবি চেক করার কোড। গত নিবন্ধে শেয়ার করা হয়েছে: "মোবাইলি সিমের নাম্বার চেক করার নিয়ম" এবং জেন সিমের নাম্বার চেক কোড।
মোবাইলি সিমের অফার
Mobily - মোবাইলি সিম হলো সৌদি আরবের জনপ্রিয় সিম কার্ড নেটওয়ার্ক। যারা সৌদি আরবে বসবাস করছেন, তাদের জন্য মোবাইলি সিমের অফার জানা খুবই জরুরি। তাই আজকের নিবন্ধ এর মাধ্যমে মোবাইলি সিমের ইন্টারনেট অফার শেয়ার করা হয়েছে। পাশাপাশি এমবি চেক করার কোড পেয়ে যাবেন।
মোবাইলি সিমের ইন্টারনেট/এমবি অফার
মোবাইলি সিমের ৩০ দিন মেয়াদি ইন্টারনেট পেকেজ:
বন্ধুরা, সৌদি আরবের মোবাইলি সিমে এমবি বা ইন্টারনেট চালু করার জন্য, প্রথমে ফোনের মেসেজ অপশনে যেতে হয়। এরপর কিছু একটিভেশন কোড লিখে 1100 নাম্বারে SMS পাঠালেই এমবি চালু হয়ে যায়।
নিচে মোবাইলি সিমের ৩০ দিন মেয়াদি কিছু ইন্টারনেট অফার পেক এর Activation নাম্বার এবং দাম শেয়ার করা হল:
👉 সৌদি আরবের ৩০ টাকা বা রিয়াল খরচ করে ১ জিবি ইন্টারনেট এবং ১০০ মিনিট কল পেতে। আপনার মেসেজ অপশন থেকে 30 লিখে পাঠিয়ে দিবেন 1100 নাম্বারে। সাথে অফার হিসেবে পাবেন 1GB Social ইন্টারনেট ফ্রি।
👉 সৌদি ৭৫ রিয়াল দিয়ে 5GB Internet + 5GB Social এবং সাথে ৬০০ মিনিট পেতে। আপনার মেসেজ অপশন থেকে 75 লিখে পাঠিয়ে দিন 1100 নাম্বারে।
👉 ৫০ জিবি ইন্টারনেট ১ মাস মেয়াদের ১৫০ সৌদি রিয়ালে পেতে, 150 লিখে 1100 নাম্বারে মেসেজ করুন৷ সাথে কলের জন্য ৩০০০ মিনিট থাকবে। এবং Social Media টাকা ৩০ দিন Unlimited চালানো যাবে।
বন্ধুরা, *1411*1# ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। অথবা 4 লিখে 1411 তে SMS করে ব্যালেন্স চেক করে নিন।
অল্প দিন মেয়াদি ইন্টারনেট পেকেজ কম দামী
👉 মাত্র ২০ সৌদি টাকায় আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য 20 লিখে 1100 নাম্বারে মেসেজ করুন। সাথে থাকবে কলের জন্য ৫০ মিনিট।
📌 নিচের পিকচার থেকে আরও দারুণ কিছু ইন্টারনেট Activation কোড দেখে নিন:
👉 For Activation : Send Activation SMS Code to 1100.
👉 Dial *1411*1# to check your Mobily Data Balance or Internet Balance.
👉 To Check Mobily Balance : Send 4 to 1411.