আজকের দুবাই নামাজের সময়সূচি ২০২৪ | দুবাই এর নামাজের সময় – UAE Prayer Time in 2024

আজকের দুবাই নামাজের সময়সূচি ২০২৪ | দুবাই এর নামাজের সময় – UAE Prayer Time in 2024

দুবাই নামাজের সময়সূচি ২০২৪
দুবাই নামাজের সময়সূচি

নিচে ২০২৪ সালের সময়সূচি আপডেট করা হয়েছে। 

বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের নিবন্ধে আপনাদের জন্য নিয়ে এসেছি "দুবাই নামাজের সময়সূচি ২০২৪" টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে, আজকে আবু দাবি, দুবাই নামাজের আপডেট সময়সূচি সম্পর্কে তথ্য জানানো হয়েছে। 

আজকের দুবাই এর নামাজ সময়সূচি ২০২৪

বন্ধুরা আপনাদের সুবিধার্থে নিচে দুবাই প্রতিটি শহরের ২০২৩ সাল এর নামাজের সময়সূচির লাইভ ক্যালেন্ডার দেওয়া হলো: 

Prayer time of Dubai


বন্ধুরা, United Arab Emirates এর একটি বিভাগ হলো দুবাই। দুবাই কোন দেশের রাজধনীর নাম নয়। বরং দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি। অনেকেই মনে করে থাকেন দুবাই হচ্ছে একটি দেশ। এটি একটি ভুল ধারণা। দুবাই কোন দেশ নয় এটি ইউনাইটেড আরব আমিরাতের একটি অংশ মাত্র। 

বন্ধুরা, উপরের ক্যালেন্ডারে United Arab Emirates এর সকল বিভাগের আজকের নামাজের সময়সূচি রয়েছে। আপনি অপশন বাছাই করে নিতে পারেন। দুবাই এ ক্লিক করে অন্যান্য শহরের আজকের নামাজের সময়সূচি দেখে নিন। সিটি এবং দেশ (City & Country) পরিবর্তন করে যে কোন দেশের নামাজের সময়সূচি। পাশাপাশি সূর্য উঠার সময় দেখে নিন। 

বাংলাদেশ এবং দুবার মধ্যকার সময়ের ব্যবধান

ঘড়ির কাঁটা বা সময়ের দিক থেকে বাংলাদেশ দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের চেয়ে ২ ঘন্টা এগিয়ে রয়েছে।
 
যেমন উদাহরণস্বরূপ: বাংলাদেশের সকাল ১০:৩০ টা বাজলে দুবাই বাজবে সকাল ৮:৩০। অর্থাৎ দুবাই সকাল ৮:০০ টা বাজলে বাংলাদেশে সকাল ১০:০০ টা বেজে ওঠে। 

৫ ওয়াক্ত নামাজের সময়সূচি সম্পর্কে কিছু কথা

ফজরের নামাজ

রাতের শেষ অংশে এবং সূর্যোদয়ের আগে ফজরের সালাত আদায় করতে হবে।  ফজরের সালাতে দুটি ফরজ রাকাত রয়েছে যা ফরদ নামে পরিচিত।

 যোহরের নামাজ

যোহর নামাজ হল দিনের দ্বিতীয় সালাত এবং ঠিক দুপুরের দিকে পড়া হয়।  এই নামাজ চারটি ফরয রাকাত এর সাথে আদায় করতে হয়।

আরও রয়েছে - মালয়েশিয়া নামাজের সময়সূচি দেখে নিন

 আসর এর নামাজ

 যোহরের নামাযের পর বিকেলের দিকে আসরের সালাত আদায় করা হয়।  এই নামায চারটি ফরয রাকাত নিয়ে গঠিত।

 মাগরিব এর নামাজ

 যোহরের নামাজের পরে, সূর্যাস্তের সময় মাগরিবের সালাত আদায় করতে হবে।  মাগরিবের সালাতে তিনটি ফরয রাকাত রয়েছে।

 ইশা এর নামাজ

দিনের পঞ্চম সালাত হল এশার সালাত। এর মধ্যে চারটি ফরজ রাকাত রয়েছে। মধ্য রাতের আগে ইশার নামাজ আদায় করে নিতে হয়। 

বিঃদ্রঃ  পুরুষদের নামাজ আদায় করার ক্ষেত্রে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে সালাত আদায় করা উত্তর। এতে সময়ও বেশকম হবে না, সাওয়াবও বেশি হয়ে থাকে। 

আরও দেখতে পারেন: 

ইতালি নামাজের সময়সূচি 

সিঙ্গাপুর নামাজের সময়সূচি

দুবাই নামাজের সময় – UAE Prayer Time in 2024

বন্ধুরা দুবাইসহ প্রায় সকল দেশেই সময়ের তারতম্য থাকার কারনে, নামাজের সময়সূচি পরিবর্তন মনে হতে পারে। তাই সঠিক আপডেট নামাজের সময় জেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ৷ 

আরও দেখুন - প্যারিস, ফ্রান্সে নামাজের সময়সূচি গুলো দেখে নিন

আবু দবি, দুবাই এর নামাজের সময়সূচির প্রতিনিয়ত নতুন আপডেট দেখতে গুগলে সার্চ করার সময় Abu dhabi prayer time 2024 অথবা Dubai Prayer time today's লিখে সার্চ করলে গুগল কর্তৃক সঠিক ফলাফল পেয়ে যাবেন। 

Prayer time of Abu Dhabi, Dubai

শেষ কথা: প্রিয়, বন্ধুগণ আজকের পেজে শেয়ার করা হয়েছে দুবাই নামাজের সময়সূচি ২০২৪। আশা করি, আবু দাবি, দুবাই এর নামাজের সময়সূচি বিষয়ে এই নিবন্ধটি আপনাদের উপকারে আসবে। টপিক টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। 

ধন্যবাদ সবাইকে। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন