বন্ধুরা, TakarRate সাইটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। যদি ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার খুঁজে থাকেন। তাহলে এখানে পেয়ে যাবেন "ইসলামী ব্যাংকের হেল্পলাইন মোবাইল নাম্বার-2024" যা ১০০% কার্যকরী।
ইসলামী ব্যাংকের হেল্পলাইন ২০২৪
বন্ধুরা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের জনপ্রিয় একটি বেসরকারি ব্যাংক। যা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়েও ব্যাংকিং সেবা চালু করেছে। ইসলামি ব্যাংকের সেলফিন App এর মাধ্যমে সম্পুর্ণ ব্যাংক সিস্টেমটি এখন হাতের মুঠোয় চলে এসেছে। তাই ইসলামী ব্যাংক এর সেলফিন কে আগামীর ব্যাংকিং বলা হয়।
যেহেতু ইসলামি ব্যাংকের গ্রাহক সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্যাংকিং সেবা গ্রহণে সাহায্য প্রয়োজন হতেই পারে। উপরের ছবিতে ইসলামী ব্যাংক এর হেল্পলাইন মোবাইল ফোন নাম্বার দেওয়া হল। এছাড়াও ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে। পোষ্টের নিচেও হেল্পলাইন নাম্বার লিখে দেওয়া।
বন্ধুরা, সহজ কথায় বলতে চাই, ইসলামী ব্যাংকে পুরু পুরি নিয়ন্ত্রণ করতে শুধু সেলফিনই যথেষ্ট। যে কোন দেশে বসে থেকেই ইসলামি ব্যাংক একাউন্ট খোলা সহ সব ধরনের লেনদেন এর জন্য বিশ্বজুড়ে সেলফিন চলে। দেশের মতো বিদেশেও সেলফিনে একাউন্ট, রেমিট্যান্স রিসিভ (নিজে নিজে), ফান্ড ট্রান্সফার, ব্যাংক টু বিকাশ, ব্যাংক টু নগদ-সহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাচ্ছে খুব সহজে।
সেলফিন এর আওতাভুক্ত দেশসমূহ
বন্ধুরা, ইসলামি ব্যাংকের সেলফিন বর্তমানে যেই দেশগুলোতে কাজ করবে সেই দেশগুলো হলো: *USA *UK *ওমান *মালদ্বীপ *সৌদি আরব *সংযুক্ত আরব আমিরাত *ইতালি *ফ্রান্স *বাহরাইন *অস্ট্রেলিয়া *কুয়েত *মালয়েশিয়া *কাতার *সিংগাপুর * স্পেন ইত্যাদি।
* ইসলামী ব্যাংক থেকে অফিসিয়ালী আরও বলা হয়েছে: শীঘ্রই অন্যান্য দেশেও এই সেবা গ্রহণ করা যাবে।
ইসলামী ব্যাংকের হেল্পলাইন মোবাইল নাম্বার-2024
বন্ধুরা আপনাদের সুবিধার্থে ইসলামি ব্যাংকের হেল্পলাইন মোবাইল নাম্বার দিয়ে দিলাম।
ইসলামী ব্যাংক এর হেল্পলাইন নাম্বার হলো "১৬২৫৯" অথবা (+8802) 8331090। আপনার মোবাইল ফোন থেকে এই নাম্বার গুলোতে কল করে হেল্প নিতে পারবেন।
উপসংহার: প্রিয়বন্ধুরা আজকের নিবন্ধ থেকে জানতে পেরেছেন ইসলামী ব্যাংকের হেল্পলাইন মোবাইল নাম্বার।
যারা ইসলামি ব্যাংকের হেল্পলাইন নাম্বার জানতে চেয়েছেন। তাদের জন্য এই পেজটি খুবই উপকারী। যদি আজকের ব্লগ post ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এরকম আরও নিবন্ধ পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।