বন্ধুরা, আজকে আপনাদের জানাবো কাতারের আয়তন কত। যারা জানতে চান কাতারের আয়তন কত বর্গ কিলোমিটার? তাদের জন্য এখানে সঠিক উত্তর প্রকাশ করা হয়েছে।
উত্তর: কাতার পারস্য উপসাগর এবং সৌদি আরবের সীমান্তবর্তী খনিজ তেলের বৃহত্তর উৎসের নিকটে কৌশলগত অবস্থানে অবস্থিত। পূর্ব আরবের একটি উপদ্বীপ। আরব উপদ্বীপ থেকে শুরু করে উত্তরে পারস্য উপসাগরে ভিতরে প্রায় ১৬০ কিলোমিটার (৯৯ মাইল) পর্যন্ত বিস্তৃত উপদ্বীপ।কাতারের আয়তন ১১,৪৩৭ বর্গ কিমি (৪,৪১৬ বর্গ মাইল)।
কাতারের মোট জনসংখ্যা কত?
কাতারে সর্বমোট জনসংখ্যা প্রায় ২৮ লাখ। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড়ো মজুদ রয়েছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। আরবি হলো কাতারের সরকারি ভাষা।
আরো দেখুন: সৌদি আরবের আয়তন সম্পর্কে।
কাতারের মাথাপিছু আয় কত?
কাতারের মাথাপিছু আয় ৮৮ হাজার ২২২ মার্কিন ডলার (প্রায় ৭৪ লাখ টাকা)। দেশের লোকের ক্রয়ক্ষমতা, জিডিপি, মাথাপিছু আয় এইসব বিষয়ের উপর চুলচেরা বিশ্লেষণের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে ফোর্বস। কাতার বিশ্ব অর্থনীতিতে বেশ কয়েক বছর ধরেই সামনের সারিতে আছে।