বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। যেহেতু আজকের আর্টিকেল এর শিরোনাম "কাতারে স্বর্ণের বর্তমান দাম ২০২৪"।
তাই ২০২৪ সালের ২২ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের দাম শেয়ার করা হয়েছে। পাশাপাশি কাতার এর গোল্ড রেট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
স্বর্ণের দাম প্রতিনিয়ত উঠানামা করে। তাই সঠিক দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হয়৷
দেখে নিন: মালয়েশিয়া আজকের সোনার দাম
ইংলিশে বলা হয় (Gold) গোল্ড। বাংলাতে সোনা বা স্বর্ণ। সোনা একটি ধাতব হলুদ বর্ণের ধাতু। বহু প্রাচীনকাল থেকেই মানুষ এই ধাতুর সাথে পরিচিত ছিল। অপরিবর্তনীয় বৈশিষ্ট্য, চকচকে বর্ণ, বিনিময়ের সহজ মাধ্যম, কাঠামোর স্থায়ীত্বের কারণে এটি অতি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই।
বন্ধুরা, সোনার দাম বলতে গেলেই আমাদের বিভিন্ন কেরেট উল্লেখ করতে হয়। ক্যারেট প্রতি স্বর্ণের দাম আলাদা হয়ে থাকে।
আসলে ক্যারেট দিয়ে মূলত স্বর্ণের (Purity) বিষয়বস্তু বা বিশুদ্ধতা পরিমাপ করা হয়।
অর্থাৎ 24 ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ কেরেট, ১৪ ক্যারেট এবং ১০ ক্যারেট দিয়ে সোনাটা কতটুকু খাঁটি বা বিশুদ্ধ হবে তাই বুঝানো হয়। ক্যারেট যত কম হবে স্বর্ণ তত কম খাঁটি পাবেন।
আরও সহজে বলতে গেলে, ২৪ ক্যারেট স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বা ১০০ শতাংশ স্বর্ণ বলা হয়। ২৪ কেরেট সোনার মধ্যে স্বর্ণ ব্যতীত অন্যান্য ধাতু ব্যবহার করা হয়না।
শুধুমাত্র স্বর্ণ দিয়েই এটি তৈরি হয়, তাই অন্যান্য কেরেটের চেয়ে এটি বেশি দামি হয়ে থাকে। এভাবেই স্বর্ণের ক্যারেট যত কমে সোনার দাম এবং বিশুদ্ধতা কমে আসে। আশা করছি, স্বর্ণের ক্যারেট সম্পর্কে বুঝাতে পেরেছি।
১ ভরি সমান কত গ্রাম?
উত্তরঃ আন্তর্জাতিক পর্যায়ে সোনার পরিমাপের ক্ষেত্রে এক ভরি সমান ১১.৬৬ গ্রাম (প্রায়)। ভরির ক্ষুদ্রতম একক হলো রতি। ৬ রতি সম-ওজনে ১ আনা হয় এবং ১৬ আনায় ১ ভরি সোনা হয়।
22k Qatar Gold rate - ২২ ক্যারেট কাতার এর গোল্ড রেট
আরও রয়েছে: সৌদি আরবে আজকের সোনার দাম
সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির প্রথা এখনও সমানভাবে বিরাজমান রয়েছে।
কিভাবে সোনার নামকরণ করা হল
নামকরণ সম্পাদনা সোনার রাসায়নিক নাম Aurum যা লাতিন শব্দ Aurora থেকে উৎপত্তি লাভ করেছে।