"আকাশে বাতাসে রটিয়ে দিলাম তুমি শুধু তুমি আমারই প্রাণ | Akashe Batase Rotiye Dilam Tumi Shudu Tumi Amari Pran" শিরোনামের এই গানটি বর্তমানে টিকটিকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যেহেতু ছোট্ট এই শিরোনামে গানটি ট্রেন্ডিং এ চলে এসেছে, ফলে অনেকেই এই টিউনের সম্পুর্ণ গানটি খুঁজে পাচ্ছেন না।
গানের ১ মিনিট ১০ সেকেন্ড থেকে ১ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত এই মধুর কন্ঠটি শুনতে পাবেন। এছাড়া বাকি সম্পুর্ন গান ততটা ভালো লাগেনি আমার কাছে।
আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন এই গানের আসল শিরোনাম & লিরিক। সাথে থাকছে এই গানের আসল শিল্পীর নাম এবং কোন মুভিতে গানটি প্রকাশিত হয়েছিল।
বন্ধুরা, Akashe Batase Rotiye Dilam Tumi Shudu Tumi Amari pran গানটির আসল শিরোনাম হলো "তুমি নদীর জল"। ভালোবাসা এমনই হয় বাংলা মুভির গান এটি। চ্যানেল আই ইউটিউব Channel এ প্রথম প্রকাশিত হয়েছিল। এই গানে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম এনং সাজ্জাদ। শিল্পী হিসেবে এই গানটি এই আই টুটুল এবং লাবিবাকে গাইতে দেখা গেছে।
আশা করি, টিকটকের ভাইরাল গান – আঁকাশে বাঁতাসে রটিয়ে দিলাম তুমি শুধু তুমি আমারই প্রাণ সম্পুর্ণ গানটির পরিচয় পেয়ে গেছেন। যারা Full গানটি খুঁজে খুঁজে হয়রানি হয়ে গেছেন। তাদের জন্য এই পেজটি খুবই উপকারী।
তাই আপনি যদি সঠিক তথ্য পেয়ে থাকেন। তাহলে একটি কমেন্ট এর মাধ্যমে তা আমাদের জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।