কোন দেশের টাকার মান বেশি ২০২৪? Kon Desher Takar Man besi 2024

কোন দেশের টাকার মান বেশি ২০২৪? Kon Desher Takar Man besi 2024

সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। পোষ্টের শিরোনামে রয়েছে "কোন দেশের টাকার মান বেশি? Kon desher Takar man Beshi"। অর্থাৎ আজকে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা সম্পর্কে জানতে পারবেন।

কোন দেশের টাকার মান বেশি

2024 বাংলাদেশে কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি?

বন্ধুরা, তুমরা অনেকেই জানতে চাও কোন দেশের টাকার মান/রেট বেশি। সঠিক উত্তর হবে কুয়েতি দিনার। আজকের গড় রেট অনুযায়ী ১ কুয়েতি দিনার সমান ৩৩৬.১২ বাংলাদেশী টাকা (প্রায়)। বিশ্বের অন্য কোন দেশের ১টি মুদ্রার মান এত বেশি পাওয়া যায় না। অর্থাৎ কুয়েতের টাকার মান সব থেকে বেশি। কুয়েতের টাকার মান বেশি হওয়ার কারণ হলো: খনিজ তেল রপ্তানিতে সেরা দেশের তালিকায় রয়েছে। 

কুয়েতের টাকার ছবি

কুয়েত কিসের জন্য বিখ্যাত 2024? 

কুয়েত বিখ্যাত। কারণ কুয়েতের অর্থনীতি হচ্ছে একটি ছোট পেট্রোলিয়ামভিত্তিক অর্থনীতি। কুয়েতের টাকা/মুদ্রার নাম হলো "কুয়েতি দিনার"। কুয়েতি দিনার বিশ্বের মুদ্রাগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যবান একক। অ-পেট্রোলিয়াম শিল্প আর্থিক সেবা খাতে অন্তর্ভুক্ত। বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত বিশ্বের চতুর্থ ধনী দেশ। এবং মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত "জিসিসি" দেশেগুলোর মধ্যে দ্বিতীয় ধনী দেশ (কাতারের পরে)। কুয়েতের রাজধানীর নাম হলো 'কুয়েত সিটি'।

কুয়েতের প্রেসিডেন্টের নাম কি?

কুয়েতের বর্তমান প্রেসিডেন্ট এর নাম হলো "Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah"। ২০২০ থেকে বর্তমান পর্যন্ত তিনি কুয়েতের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন। ২৫ জুন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স ৮৫ বছর। 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন