বন্ধুরা, আজকের নিবন্ধ থেকে জেনে নিন "কুয়েতের মোট জনসংখ্যা ২০২৪"। কুয়েত এর জনসংখ্যা যত 2024 সাল এর তথ্য মতে। এখানে রয়েছে কুয়েতের মোট জনসংখ্যার হিসাব। দেখে নিন কুয়েতের বর্তমান জনসংখ্যা কত আছে।
কুয়েতের মোট জনসংখ্যা কত 2024?
উত্তর: বিশ্ব ব্যাংকের মতে 2021 সালে কুয়েতে সর্বমোট জনসংখ্যা ছিলো ৪.২৫ মিলিয়ন। অর্থাৎ প্রায় ৪২ লক্ষাধিক মানুষ কুয়েত দেশে বসবাস করছেন। বর্তমান বিভিন্ন সাইটের তথ্য মতে ২০২৩ সালে কুয়েতের মোট জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৩১ হাজার (প্রায়)।
কুয়েত কিসের জন্য বিখ্যাত?
বর্তমানে পর্যটন শিল্পের জন্য কুয়েত বিখ্যাত হয়ে উঠেছে। কুয়েত দেশটি ছোট হলেও বরাবরের মতোই তেল রপ্তানিতে সারাবিশ্বে কুয়েত বিখ্যাত।
প্রশ্ন: কুয়েতের রাজধানীর নাম কি?
উত্তর: কুয়েতের রাজধানীর নাম হল কুয়েত সিটি।
প্রশ্ন: কুয়েতের মুদ্রার নাম কি?
উত্তর: কুয়েতের মুদ্রার নাম হল কুয়েতি দিনার।
প্রশ্ন: ১ কুয়েতি দিনারে বাংলাদেশের কত টাকা?
উত্তর: কুয়েতের ১ দিনার সমান বাংলাদেশের ৩২০ থেকে ৩৫০ টাকার মধ্যে উঠানামা করে।
আজকের কুয়েতি ১ দিনার টু বাংলা টাকার রেট জানতে দেখুন: কুয়েতের ১ দিনার বাংলাদেশের যত টাকা।