বন্ধুরা, গুগল ম্যাপের তথ্যমতে, বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব হল ১৩,২১৯ কিলোমিটার।
বাংলাদেশ থেকে আমেরিকা যেতে Qatar Airways ব্যবহার করা যায়। এক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনাকে কাতারে নেওয়া হবে এবং কাতার বিমানবন্দর থেকে অপারেট করে আমেরিকা পৌছে দিবে।
আরও পড়ুন: ঢাকা থেকে কুয়েত টিকিটের মূল্য জাজিরা এয়ারওয়েজ
বাংলাদেশ থেকে আমেরিকার যাওয়ার খরচ/বিমান টিকিটের মূল্য 2023:
বন্ধুরা, কাতার এয়ারওয়েজ এর মাধ্যমে বাংলাদেশ থেকে আমেরিকার বিমান ভাড়া হল One-Way তে ১ লক্ষ টাকা থেকে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। নিচের চার্টে Qatar Airlines এর টিকিট বুকিং মূল্য দেওয়া হলো। মনে রাখবেন আপনি যদি ২-৩ মাস আগেই বিমান টিকিট বুকিং করে রাখেন। তাহলে 100k অর্থাৎ ১০০,০০০৳ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকার মধ্যে বিমান টিকিট পেয়ে যাবেন।
বাংলাদেশ থেকে আমেরিকার বিমান ভাড়া সম্পর্কে আরো জানতে Qatar AirWays ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং আপনার পছন্দের তারিখ দিয়ে বিমান টিকিটের মূল্য দেখে বুকিং করতে পারবেন।