বন্ধুরা, এখানে রয়েছে কাতার গোল্ড রেট 2024। জেনে নিন কাতারে সোনার দাম কেমন & ২০২৪ সালের মূল্য। অনেকেই জানতে চাও Qatar Gold Rate সম্পর্কে। গত নিবন্ধে ছিল কাতার টু বাংলাদেশ বিমান টিকিটের দাম।
তাই কাতারের গোল্ড রেট বা সোনার মূল্য যত তা নিচে দেওয়া হল। ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট কাতারি সোনার দাম দেখে নিন:
বন্ধুরা, সোনার দাম বলতে গেলেই আমাদের বিভিন্ন কেরেট উল্লেখ করতে হয়। ক্যারেট প্রতি স্বর্ণের দাম ভিন্ন হয়ে থাকে।
আসলে ক্যারেট দিয়ে মূলত স্বর্ণের (Purity) বিষয়বস্তু বা বিশুদ্ধতা পরিমাপ করা হয়।
অর্থাৎ 24 ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ কেরেট, ১৪ ক্যারেট এবং ১০ ক্যারেট দিয়ে সোনাটা কতটুকু খাঁটি বা বিশুদ্ধ হবে তাই বুঝানো হয়। ক্যারেট যত কম হবে স্বর্ণ তত কম খাঁটি পাবেন।
আরও সহজে বলতে গেলে, ২৪ ক্যারেট স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বা ১০০ শতাংশ স্বর্ণ বলা হয়। ২৪ কেরেট সোনার মধ্যে স্বর্ণ ব্যতীত অন্যান্য ধাতু ব্যবহার করা হয়না।
শুধুমাত্র স্বর্ণ দিয়েই এটি তৈরি হয়, তাই অন্যান্য কেরেটের চেয়ে এটি বেশি দামি হয়ে থাকে। এভাবেই স্বর্ণের ক্যারেট যত কমে সোনার দাম এবং বিশুদ্ধতা কমে আসে। আশা করছি, স্বর্ণের ক্যারেট সম্পর্কে বুঝাতে পেরেছি।