কাতার গোল্ড রেট 2024, কাতারে সোনার দাম কত জেনে নিন ২০২৪ সালের মূল্য

কাতার গোল্ড রেট 2024, কাতারে সোনার দাম কত জেনে নিন ২০২৪ সালের মূল্য

বন্ধুরা, এখানে রয়েছে কাতার গোল্ড রেট 2024। জেনে নিন কাতারে সোনার দাম কেমন & ২০২৪ সালের মূল্য। অনেকেই জানতে চাও Qatar Gold Rate সম্পর্কে। গত নিবন্ধে ছিল কাতার টু বাংলাদেশ বিমান টিকিটের দাম।

তাই কাতারের গোল্ড রেট বা সোনার মূল্য যত তা নিচে দেওয়া হল। ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট কাতারি সোনার দাম দেখে নিন:

কাতার গোল্ড রেট, কাতারে সোনার দাম কত

বন্ধুরা, সোনার দাম বলতে গেলেই আমাদের বিভিন্ন কেরেট উল্লেখ করতে হয়। ক্যারেট প্রতি স্বর্ণের দাম ভিন্ন হয়ে থাকে। 

আসলে ক্যারেট দিয়ে মূলত স্বর্ণের (Purity) বিষয়বস্তু বা বিশুদ্ধতা পরিমাপ করা হয়। 

অর্থাৎ 24 ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ কেরেট, ১৪ ক্যারেট এবং ১০ ক্যারেট দিয়ে সোনাটা কতটুকু খাঁটি বা বিশুদ্ধ হবে তাই বুঝানো হয়। ক্যারেট যত কম হবে স্বর্ণ তত কম খাঁটি পাবেন।



আরও সহজে বলতে গেলে, ২৪ ক্যারেট স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বা ১০০ শতাংশ স্বর্ণ বলা হয়। ২৪ কেরেট সোনার মধ্যে স্বর্ণ ব্যতীত অন্যান্য ধাতু ব্যবহার করা হয়না। 

শুধুমাত্র স্বর্ণ দিয়েই এটি তৈরি হয়, তাই অন্যান্য কেরেটের চেয়ে এটি বেশি দামি হয়ে থাকে। এভাবেই স্বর্ণের ক্যারেট যত কমে সোনার দাম এবং বিশুদ্ধতা কমে আসে। আশা করছি, স্বর্ণের ক্যারেট সম্পর্কে বুঝাতে পেরেছি। 

১ ভরি সমান কত গ্রাম?

উত্তরঃ আন্তর্জাতিক পর্যায়ে সোনার পরিমাপের ক্ষেত্রে এক ভরি সমান ১১.৬৬ গ্রাম (প্রায়)। ভরির ক্ষুদ্রতম একক হলো রতি। ৬ রতি সম-ওজনে ১ আনা হয়  এবং ১৬ আনায় ১ ভরি সোনা হয়।

22k Qatar Gold rate - ২২ ক্যারেট কাতার গোল্ড রেট

আপডেট তারিখ: ২৫ জানুয়ারী ২০২৩। 

আজ, ২২ ক্যারেট সোনা কাতারে প্রতি গ্রামের মূল্য হল ২২৪ কাতারি রিয়াল। অন্যদিকে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা প্রতি গ্রাম এর দাম হল ২৩৮ কাতারি রিয়াল। কাতারে ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম হল ১৭৮.৫০ কাতারি রিয়াল। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন