বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট চেক ও বুকিং ২০২৩, Biman Bangladesh Airlines Ticket Check in 2023

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকেট চেক ও বুকিং ২০২৩, Biman Bangladesh Airlines Ticket Check in 2023

বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করা খুবই সহজ। এর জন্য প্রথমে বিমান এয়ারলাইন্স ওয়েবসাইট ভিজিট করুন। এরপরে নিচের ছবির মতো অপশন পেয়ে যাবেন। Biman Bangladesh Airlines Ticket check-in & booking in 2023.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইটেই পেয়ে যাবেন ফ্লাইট বুকিং, চেক ট্রিপ, ফ্লাইট Status, Flight Schedule, Web চেকিং ইত্যাদি। আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করতে চান তাহলে Web Check-in বাছাই করুন। এরপর দুই ভাবে টিকেট চেক দিতে পারেন।

১/ Booking Reference (PNR)

২/ Ticket Number 

দুটি থেকে একটি বাছাই করে আপনার Last Name দিয়ে সার্চে ক্লিক করুন। এরপর আপনার বিমান এয়ারলাইন্স টিকেট চেক করা হয়ে যাবে। 

আরও পড়ুন: মালয়েশিয়া টু বাংলাদেশ বিমান ভাড়া।

এছাড়াও নিচের Help Line Number গুলোতে যোগাযোগ করে আপনার এয়ারলাইন্স টিকেট চেক করে নিতে পারেন।

Biman Bangladesh Airlines Ticket Check help line

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

বন্ধুরা, উপরে দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন টিকেট বুকিং সুবিধাও। এরজন্য Biman-Airlines ওয়েবসাইট অপশন থেকে Book Flight এ ক্লিক করুন। পাশাপাশি আপনার গন্তব্য এবং সার্ভিস সিলেক্ট করে টিকেট বুকিং করে নিন। 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন