প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চায় বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব কত কিলোমিটার! জেনে নিন "Distance from Bangladesh to Qatar" বাংলাদেশ থেকে কাতার কত কিলোমিটার?
উত্তর: গুগল ম্যাপের তথ্য মতে, বাংলাদেশ থেকে কাতার এর দূরত্ব হল ৩,৯৫১ কিলোমিটার। উপরের ছবিতে দেখুন কাতার মানচিত্র থেকে বাংলাদেশ এর দূরত্ব দেখানো হয়েছে। এটি বিমান বা আকাশ পথের দূরত্ব।
বাংলাদেশ থেকে কাতার যেতে কত সময় লাগে?
বন্ধুরা, বিমান দিয়ে বাংলাদেশ থেকে কাতারে যেতে ৬ - ১২ ঘন্টা সময় লাগতে পারে। আপনি যদি ডাইরেক্ট দ্রুতগামী ফ্লাইট ব্যবহার করেন তাহলে দ্রুত যেতে পারবেন। এক্ষেত্রে টিকিট প্রাইজ বেশি পড়বে। আর যদি One-Stop বা অন্যান্য লোকাল বিমান দিয়ে ফ্লাইট করেন তাহলে বেশি সময় ব্যায় হবে।
আরো পড়ুন: কাতার বাংলাদেশ এম্বাসি ওয়েবসাইট।