ব্যাটারি চালিত স্কুটার এর দাম জেনে নিন ২০২৪

ব্যাটারি চালিত স্কুটার এর দাম জেনে নিন ২০২৪

ব্যাটারি চালিত স্কুটার হল মোটরসাইকেল বা বাইক এর একমাত্র বিকল্প। ব্যাটারি চালিত স্কুটারে যাতায়াত খরচ অনেক কম। নিয়মিত অফিসে যেতে বা একটু দূরের পথ অতিক্রম করতে ব্যাটারি চালিত স্কুটার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। জেনে নিন ব্যাটারি চালিত স্কুটার এর দাম ২০২৪।

Electric Scooter Price in Bangladesh 2024

ব্যাটারি চালিত স্কুটার Electric scooter এর দাম


ব্যাটারি চালিত Electric Scooter গুলো কাতার, ইতালি বা অন্যান্য উন্নত দেশে বাই সাইকেল এর বিকল্প হিসেবে অধিক ব্যাবহার হয়ে থাকে। এইসব ইলেকট্রিক স্কুটার এর দাম ১৫, হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রতি চার্জে ৮ কিলোমিটার থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যত বেশি দূরত্ব যাবে স্কুটারের দাম তত বেশি হবে।

ব্যাটারি চালিত স্কুটার এর দাম

Bir Eco মডেল এর স্কুটার দাম হল প্রায় ৫৭,৫০০ বাংলাদেশি টাকা। Walton Takyon 1.20 স্কুটারটির প্রায় দাম ১,০৪,৯০০৳। দেখে নিন উপরে সর্বমোট ৪ টি ব্যাটারি চালিত স্কুটার এর দাম রয়েছে। 

ব্যাটারি চালিত স্কুটার এর দাম ২০২৩

আকিজ Brand এর ব্যাটারি চালিত স্কুটার & বাইক খুবই জনপ্রিয়। আপনারা ব্যাটারি চালিত আকিজ বাইক এর দাম দেখে নিতে পারেন। ব্যাটারি চালিত স্কুটার এর মূল্য উঠানামা করে। তাই ছবিতে দেওয়া দামের মধ্যে কিছুটা তারতম্য হতে পারে। 
আকিজ দুরদান্ত ব্যাটারি চালিত স্কুটার এর দাম

আকিজ দুরদান্ত ভি সিক্স - Akij Durdanto V6 হল জনপ্রিয় ব্যাটারি চালিত বাইক। এটার ডিজাইন দেখতে অনেকটা R15 বা দামি দামি মোটরসাইকেল এর মতোই। রাস্তা দিয়ে চালালে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। Akij Durdanto V6 এর বর্তমান দাম প্রায় ১ লক্ষ বায়ান্ন হাজার টাকা। 
ব্যাটারি চালিত স্কুটার এর দাম 2023

Green Tiger ব্যাটারি চালিত স্কুটার গুলো বাংলাদেশে খুব জনপ্রিয়। এই স্কুটার গুলো টেকসই হয় অনেকদিন। আপনি অল্প খরচে যাতায়াতের জন্য গ্রিন টাইগার ব্যাটারি চালিত স্কুটার ক্রয় করতে পারবেন। 
ব্যাটারি চালিত স্কুটার এর দাম জেনে নিন

আরও কিছু ব্যাটারি চালিত স্কুটার এর মূল্য দেখে নিন:

ব্যাটারি চালিত স্কুটার এর দাম আজকের


ব্যাটারি চালিত স্কুটার এর দাম

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন