দুবাই এ আজকের ২২ ক্যারেট সোনার মূল্য প্রকাশ করা হয়েছে। গত নিবন্ধে দেখানো হয়েছে "Dubai এর ১ ভরি স্বর্ণের মূল্য কত"? আজকে জানতে পারবেন ২২ ক্যারেট সোনার দাম দুবাই-২০২৪ সাল এর আপডেট রেট।
মনে রাখবেন, সোনার দাম বলতে গেলেই আমাদের বিভিন্ন কেরেট উল্লেখ করতে হয়। ক্যারেট প্রতি স্বর্ণের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আসলে ক্যারেট দিয়ে মূলত স্বর্ণের (Purity) বিষয়বস্তু বা বিশুদ্ধতা পরিমাপ করা হয়।
অর্থাৎ 24 ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ কেরেট, ১৪ ক্যারেট & ১০ ক্যারেট দিয়ে সোনা গুলো কতটুকু খাঁটি বা বিশুদ্ধ হবে তাই বুঝানো হয়। নোট: ক্যারেট যত কম হবে স্বর্ণ তত কম খাঁটি পাবেন।
আরও সহজে বলতে গেলে, ২৪ ক্যারেট স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বা ১০০ শতাংশ স্বর্ণ বলা হয়। ২৪ কেরেট সোনার মধ্যে স্বর্ণ ব্যতীত অন্যান্য ধাতু ব্যবহার করা হয়না। তাই এই সোনা বেশি খাটি হিসেবে পরিচিত পায়।
আরো রয়েছে: কাতার Gold রেট।
অন্যদিকে বেশিরভাগ স্বর্ণ দিয়ে এটি তৈরি হওয়ায়। অন্যান্য কেরেটের চেয়ে এটি বেশি দামি হয়ে থাকে। এভাবেই স্বর্ণের ক্যারেট যত কমে সোনার দাম এবং বিশুদ্ধতা কমে আসে। আশা করছি, স্বর্ণের ক্যারেট সম্পর্কে বুঝতে পেরেছেন।
The Kuwait gold rate often shifts based on international market trends. For live updates and reliable insights, visit our website and stay informed daily.
উত্তরমুছুন