দুবাই গোল্ড রেট 2024 | Dubai Gold Rate | 22 ক্যারেট গোল্ড রেট দুবাই ২০২৪

দুবাই গোল্ড রেট 2024 | Dubai Gold Rate | 22 ক্যারেট গোল্ড রেট দুবাই ২০২৪

দুবাই এ আজকের ২২ ক্যারেট সোনার মূল্য প্রকাশ করা হয়েছে। গত নিবন্ধে দেখানো হয়েছে "Dubai এর ১ ভরি স্বর্ণের মূল্য কত"?  আজকে জানতে পারবেন ২২ ক্যারেট সোনার দাম দুবাই-২০২৪ সাল এর আপডেট রেট। 

২২ ক্যারেট সোনার দাম দুবাই | আজকের দুবাই সোনার দাম ২০২৩ | Dubai এর ১ ভরি স্বর্ণের মূল্য কত

মনে রাখবেন, সোনার দাম বলতে গেলেই আমাদের বিভিন্ন কেরেট উল্লেখ করতে হয়। ক্যারেট প্রতি স্বর্ণের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আসলে ক্যারেট দিয়ে মূলত স্বর্ণের (Purity) বিষয়বস্তু বা বিশুদ্ধতা পরিমাপ করা হয়। 

অর্থাৎ 24 ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ কেরেট, ১৪ ক্যারেট & ১০ ক্যারেট দিয়ে সোনা গুলো কতটুকু খাঁটি বা বিশুদ্ধ হবে তাই বুঝানো হয়। নোট: ক্যারেট যত কম হবে স্বর্ণ তত কম খাঁটি পাবেন

আরও সহজে বলতে গেলে, ২৪ ক্যারেট স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বা ১০০ শতাংশ স্বর্ণ বলা হয়। ২৪ কেরেট সোনার মধ্যে স্বর্ণ ব্যতীত অন্যান্য ধাতু ব্যবহার করা হয়না। তাই এই সোনা বেশি খাটি হিসেবে পরিচিত পায়।

আরো রয়েছেকাতার Gold রেট।

অন্যদিকে বেশিরভাগ স্বর্ণ দিয়ে এটি তৈরি হওয়ায়। অন্যান্য কেরেটের চেয়ে এটি বেশি দামি হয়ে থাকে। এভাবেই স্বর্ণের ক্যারেট যত কমে সোনার দাম এবং বিশুদ্ধতা কমে আসে। আশা করছি, স্বর্ণের ক্যারেট সম্পর্কে বুঝতে পেরেছেন। 

আজকের দুবাই সোনার দাম ২০২৩

১ ভরি সমান কত গ্রাম হয়?

উত্তরঃ আন্তর্জাতিক পর্যায়ে সোনার(Gold) পরিমাপের ক্ষেত্রে এক ভরি সমান ১১.৬৬ গ্রাম (প্রায়)। ভরির ক্ষুদ্রতম একক হলো রতি। ৬ রতি সম-ওজনে ১ আনা হয়  এবং ১৬ আনায় ১ ভরি সোনা হয়।

দুবাই আজকের সোনার দাম কত?


বন্ধুরা, United Arab Emirates এর Gold Rate Today দেখতে এখানে ক্লিক করুন।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন