একটি বাড়ির দরজা জানালার মাপ |
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিরোনাম দেখে হয়তো বুঝতে পেরেছেন। আজকে একটি বাড়ির দরজা জানালার সঠিক মাপ দেওয়া হয়েছে। বাড়ি বানানোর সময় দরজা & জানালার মাপ জানার প্রয়োজন হয়। চলুন জেনে নিই একটি বাড়ির দরজা জানালার সঠিক মাপ কত হয়। জেনে নিন Barir Dorja Janalar Maap;
বাড়ির দরজা জানালার সঠিক মাপ | Barir Dorja Janalar Maap
বাংলাদেশের বাড়ি তৈরির ক্ষেত্রে ফ্ল্যাট বা আবাসিক বাড়ীর দরজা, জানালার মাপ গুলো চাহিদা অনুসারে ভিন্ন ভিন্ন রকমের হয়। বাড়ীর দরজা এবং জানালার মাপ;
একটি বাড়ির দরজা জানালার সঠিক মাপ |
১/মেইন দরজা-৪৫"x৮৪", ৪২"x৮৪", ৪০"x৮৪"। মেইন দরজার মাপটি আপনি চাইলে কিছুটা কম বা বেশি করে নিতে পারেন। আপনার রুচি অনুযায়ী দরজা দিলেও মন্দ হয় না।
২/বেড রুমের দরজা-৪০"x৮৪", ৩৮"x৮৪", ৩৬"x৮৪"। বেড রুমের দরজার মাপ দেওয়া হয়েছে। আপনি চাইলে কমবেশি করে নিতে পারবেন।
৩/রান্না ঘরের দরজা-৩৫"x৮৪", ৩২"x৮৪", ৩০"x৮৪"। এটি হলো রান্না ঘরের দরজার মাপ। এই মাপ থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন।
৪/টয়লেট এর দরজা-৩৫"x৮৪", ৩০"x৮৪", ২৭"x৮৪"। টয়লেটের দরজার মাপ এটি। আপনারা টয়লেটের জন্য প্লাস্টিকের দরজা ব্যবহার করতে পারেন।
৫/বারান্দার দরজা-৩০"x৮৪", ২৭"x৮৪"। এটি বারান্দার দরজার মাপ। বাড়ি তৈরি করার জন্য আইডিয়া দেওয়া হয়েছে।
*জানালার মাপ- ৮৪"x৫৪", ৮৪"x৬০", ৭২"x৫৪", ৭২"x৬০", ৬০"x৫৪", ৬০"x৬০", ৪৮"x৫৪", ৪৮"x৬০"
*জানালার মাপ (টয়লেট )-২৪"x২০", ২০"x২০", ২৪"x৩০", ৩০"x৫৪"
*জানালার মাপ (রান্না ঘর)-৩৬"x৪৮", ৪৮"x৪৮", ৬০"x৪৮"
চওড়া সাড়ে ছয় ফুট উচ্চতার।
প্রথম মাপ চওড়া ( ইঞ্চি) x উচ্চতা ( ইঞ্চি) ধন্যবাদ।