১০ মিলিয়ন ডলার সমান কত বাংলাদেশী টাকা |
বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টাকার রেট সাইটে আপনাদের স্বাগতম। অনেকেই জানতে চান ১০ মিলিয়ন ডলার মানে বাংলাদেশের কত টাকা। চলুন জেনে নিই ১০ মিলিয়ন ডলার সমান বাংলাদেশী টাকার পরিমাণ বা বিনিময় হার। বর্তমান ২০২৪ সালে প্রতি মার্কিন ডলার টু টাকার রেট হচ্ছে ১১০৳ এর আশেপাশে। আপনারা জানেন ডলার রেট উঠানামা করে থাকে। অর্থাৎ বর্তমান রেট অনুযায়ী ১০ মিলিয়ন ডলার = 1,100,609,000.00৳ কথায় প্রকাশ করলে যা ১১০ কোটি টাকারও বেশি হয়।
১০ মিলিয়ন ডলার সমান কত বাংলাদেশী টাকা?
উত্তর: ২০২৪ সালের আপডেট রেট অনুযায়ী প্রতি ডলারে ১১০৳ পাওয়া যায়। আমরা জানি ১০০,০০০ এ হয় ১ লাখ এবং ১০ লাখে হয় ১ মিলিয়ন। এরপর ১০ মিলিয়ন সমানে হয় ১ কোটি। অতএব, ১০ মিলিয়ন ডলার বা ১ কোটি ডলারকে ১১০৳ বা বর্তমান প্রতি ডলার রেট দিয়ে গুণ দিলে; ১০ মিলিয়ন ডলার = কতো টাকা তা বের হবে।
10 Million Dollars Soman koto Taka or BDT?
আমরা জানি, ১ ডলার = ১১০ বাংলাদেশি টাকা।
অর্থাৎ ১০ মিলিয়ন ডলার
= 10000000 x 110৳
= 1100000000৳
Answer: 1100000000৳ (বাংলাদেশি টাকা)।
অর্থাৎ ১০ মিলিয়ন ডলার সমান প্রায় ১১০ কোটি টাকা। বর্তমান ডলার রেট অনুযায়ী।