Ghum Theke Uthar Dua Bangla | ঘুম থেকে উঠার দোয়া বাংলায়

Ghum Theke Uthar Dua Bangla | ঘুম থেকে উঠার দোয়া বাংলায়

Ghum Theke Uthar Dua | ঘুম থেকে উঠার দোয়া
ঘুম থেকে উঠার দোয়া

প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনারা জানতে পারবেন (Ghum Theke Uthar Dua in Bangla) ঘুম থেকে উঠার দোয়া। ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে হয়, আরবি & বাংলায়।

ঘুম সম্পর্কে মহান আল্লাহ বলেন

- তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ। দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। (সূরা আন-নাবা আয়াত ৯,১০ এবং ১১)।

প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) ঘুম থেকে উঠার সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন। 

হযরত হুযাইফা (রা.) বর্ণনা করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তিনি জাগ্রত হতেন তখন বলতেন, সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য। যিনি আমাদেরকে মারার পর জীবিত করেছেন। আর তাঁর দিকেই আমাদের ফিরে যেতে হবে। (সহিহ বুখারী)।

Ghum Theke Uthar Dua – ঘুম থেকে উঠার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَمَا أَمَاتَنَا ، وَإِلَيْهِ النُّشُورُ 
👉 উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর। 

👉 অর্থ: প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। (মুসলিম, আসসাহিহ : ২৭১১)।

আরও পড়ুন,

Johor Namaz Koto Rakat | যোহরের নামাজ কত রাকাত ও পড়ার নিয়মমক্কা থেকে মদিনার দূরত্ব কত | Makkah theke Modinar Durotto koto


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন