১ লক্ষ টাকার যাকাত কত ২০২৪ | স্বর্ণের যাকাতের হিসাব 2024 | যাকাত হিসাব করার নিয়ম

১ লক্ষ টাকার যাকাত কত ২০২৪ | স্বর্ণের যাকাতের হিসাব 2024 | যাকাত হিসাব করার নিয়ম

১ লক্ষ টাকার যাকাত কত ২০২৪, যাকাত হিসাব করার নিয়ম - jakat hiseb korar niyom

যাকাত

যাকাত একটি আরবি শব্দ এর অর্থ হল পবিত্রতা, বিশুদ্ধতা, বৃদ্ধি, উন্নতি বা প্রসংশা। 

যাকাত কাকে বলে এবং কাদের উপর ফরজ


প্রতিটি স্বাধীন প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীকে। প্রতি বছর তাদের ব্যক্তিগত সম্পত্তি ও আয়ের একটি নির্দিষ্ট অংশ (যদি তা নিসাব পরিমাণ অতিক্রম করে)। গরিবদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়। 


অর্থাৎ প্রত্যেক স্বাধীন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের উপর যাকাত ফরজ। যাদের কাছে নিজস্ব জমা টাকা বা নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে। যা তারা নিজের ইচ্ছেমতো খরচ করতে পারে বা অর্থের মালিক যদি সে নিজেই হয়।

যাকাতের নিসাব পরিমাণ বলতে ইসলামি শরিয়তের নির্ধারিত সীমাকে বুঝানো হয়। 

যাকাত হিসাব করার নিয়ম

সাধারণত নিসাব পরিমাণ অর্থাৎ নির্ধারিত সীমার বেশি সম্পত্তি ১ বছর ধরে গচ্ছিত থাকলে। সর্বমোট সম্পত্তির ২.৫ শতাংশ (২.৫℅) গরীব বা অসহায় মানুষদের বিতরন করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে যাকাতও রয়েছে এবং এটি নিসাব পরিমাণ সম্পদশালী মুসলিম ব্যক্তির জন্য আদায় করা ফরজ বা আবশ্যিক। 


পবিত্র "কুরআনে" যাকাতের কথা উল্লেখ হয়েছে মোট ৩২ বার। নামাজের পরে সবচেয়ে বেশি এটি উল্লেখ করা হয়েছে।

১ লক্ষ টাকার যাকাত কত ২০২৪

১ লক্ষ টাকার যাকাত কত ২০২২


মূলত যাকাত শতকরা ২.৫৳। সেই হিসেবে ১ লক্ষ বা এক লাখ টাকার যাকাত হলো ২৫০০ টাকা। অর্থাৎ ১ লক্ষ টাকায় ২,৫০০ টাকা যাকাত আদায় করতে হবে। অতএব, মোট নিসাব পরিমাণ সম্পত্তির ৪০ ভাগের ১ ভাগ যাকাত দিতে হয়।

সোনার / স্বর্ণের যাকাতের হিসাব ২০২৪

স্বর্ণের যাকাতের হিসাব

স্বর্ণে যাকাত ফরজ হবে। যদি আপনার ব্যক্তিগত স্বর্ণ সাড়ে ৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম এর বেশি থাকে। এবং পাশাপাশি রৌপ্যে যাকাত ফরজ হবে। যদি আপনার ব্যক্তিগত ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম এর চেয়ে বেশি থাকে।


শেষ কথা: বন্ধুরা আজকের নিবন্ধে শেয়ার করা হয়েছে, ১ লক্ষ/লাখ টাকার যাকাত কতো টাকা হয়। এখানে যাকাতের হিসেব সহ খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে যে, ১ লক্ষ টাকায় ২,৫০০ টাকা যাকাত আদায় করতে হয়। 

আশা করছি, আজকের নিবন্ধ থেকে সঠিক তথ্য পেয়েছেন। যা আপনাদের উপকারে আসতে পারে। এরকম আরও নিবন্ধ পেতে TakarRate.Com সাইট পুনরায় ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে। আজকের ব্লগ পোস্ট এখানেই শেষ করছি। 
ধন্যবাদ সবাইকে। 
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন