আজকে জানতে পারবেন আরব আমিরাতের বর্তমান আয়তন। অনেকেই প্রশ্ন করে থাকেন আরব আমিরাতের আয়তন কত? সঠিক উত্তর এখানেই দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম হলো আবু দাবী। এই দেশের সবচেয়ে বড় শহরের নাম হল দুবাই। যার আয়তন ৩৫ বর্গকিমি (১৪ বর্গমাইল)। দুবাই কোন দেশ নয়! দুবাই হল সংযুক্ত আরব আমিরাতের একটি শহর/বিভাগ। আয়তনের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত বিশ্বে ১১৪তম দেশ। আরব আমিরাতের মোট আয়তন হল ৮৩,৬০০ কিমি২ (৩২,৩০০ মা২)।
আরো রয়েছে: ব্যাংকের টাকার রেট | Bank Er Takar Rate জেনে নিন
আরব আমিরাত কিসের জন্য বিখ্যাত?
বন্ধুরা, বর্তমানে ভ্রমণের জন্য আরব আমিরাত হল জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সম্পদ বিদ্যমান থাকায় আরব আমিরাত বিশ্বে বিখ্যাত দেশ। উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ হিসেবে দেশটিতে রয়েছে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, সামুদ্রিক সম্পদ।
আরো রয়েছে: অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম