বন্ধুরা, আজকের শিরোনামে "দুবাই টু চট্টগ্রাম টিকেটের দাম কত – Dubai to Chattogram flight ticket price" রয়েছে। অতএব, এখান থেকে জানতে পারবেন দুবাই টু চট্টগ্রাম বিমান ভাড়া বা টিকিটের আপডেট দাম।
দুবাই টু চট্টগ্রাম টিকেটের দাম কত 2023
দুবাই টু চট্টগ্রাম টিকেটের দাম হল প্রায় ৫৪,৩২২ টাকা। বন্ধুরা, যদি আপনি দুবাই থেকে চট্টগ্রাম ডাইরেক্ট বিমান / ফ্লাইট দিয়ে আসতে চান।
তাহলে ৫৪ হাজার টাকা টিকিটের দাম হতে পারে। উপরের ছবিতে দেখুন, একটি বিমান টিকিট বিক্রি করার ওয়েবসাইট থেকে টিকেটের দাম সংগ্রহ করা হয়েছে।
আপনারা ছবিতে দাম দেখে নিতে পারেন। এছাড়া গুগলে Dubai to Chattogram flight ticket লিখে সার্চ করলে বর্তমান দাম পেয়ে যাবেন।
বন্ধুরা, অনেক প্রতিষ্ঠানই বিমান টিকিটের সার্ভিস দিয়ে থাকে। সেক্ষেত্রে বিমান টিকিটের ভাড়া/দাম এর মধ্যে কিছুটা পার্থক্য হতে পারে। যেমন লোকাল বিমানে যাতায়াত করলে টিকিট এর দাম অনেকটা কম হয়।
এবং ডাইরেক্ট বিমানে যাতায়াতে দাম বেশি পড়ে। দুবাই থেকে চট্টগ্রাম, বাংলাদেশ আসতে যদি বিমান টিকিট কিনতে চান। ৪০ থেকে ৭০ হাজার টাকা খরচ হতে পারে।